ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়ায় আজও ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩০, ২ সেপ্টেম্বর ২০২০

পদ্মায় পানি কমতে শুরু করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতা দেখা দিয়েছে। এতে করে ফেরি চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে আজ সকাল থেকে এ নৌরুটে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রাতে নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট যানবাহনের চাপ বেড়েছে আগের চাইতে দ্বিগুণ। ফলে, উভয়ে পাশে পারের অপেক্ষায় কয়েকশ যাত্রীও পণ্যবাহী পরিবহন। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাট সচল রয়েছে। তবে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো পরিপূর্ণভাবে যানবাহন লোড নিতে পারছে না। অনেক দূরত্ব ঘুরে পারে আসতে হচ্ছে। এতে করে সময় লাগছে বেশি। সংকট দূর করতে দুটি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, ‘পানি কমার কারণে স্রোতের তীব্রতা বেড়েছে, সেই সাথে দেখা দিয়েছে নব্যতা সংকট। এ কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে, সময় লাগছে অনেক বেশি। এছাড়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। উভয় সংকটের কারণে ঘাটে কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় মহাসড়কে রয়েছে।’

এই নৌরুটে বর্তমান ৯টি বড় এবং ৭টি ছোটসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি